• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

সদরঘাটে যাত্রীবাহী ওয়াটার বাস ডুবি, ৩ জনের মরদেহ উদ্ধার

  অধিকার ডেস্ক

১৭ জুলাই ২০২৩, ০১:৪৪
যাত্রীবাহী ওয়াটার বাস

সদরঘাটের বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় এখান থেকে ৩জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার রাত সোয়া ৮টার দিকে সদরঘাটের তেলঘাট এলাকায় ওয়াটার বাসটি ডুবে যায়। জানা জায়, একটি বালুবোঝাই বাল্কহেডের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনারুল ইসলাম দোলন এসব তথ্য নিশ্চিত করে জানান, এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় জানা গেলেও বাকি দুইজনের পরিচয় জানা যায়নি। তবে কয়জন নিখোঁজ বা হতাহত হয়েছেন তা বলা সম্ভব হচ্ছে না।

সদরঘাট নৌ থানার উপপরিদর্শক (এসআই) হাসান মারুফ বলেন, তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ওই ওয়াটার বাসে অর্ধশতের মতো যাত্রী ছিলেন বলে নৌ পুলিশের এসপি (ঢাকা বিভাগ) গৌতম কুমার বিশ্বাস জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড