• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের তাগিদে কানাডিয়ান ৮ এমপি'র চিঠি

  আন্তর্জাতিক ডেস্ক

১০ নভেম্বর ২০২৩, ১১:৩৮
কানাডা পার্লামেন্ট

বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন কানাডার আট সংসদ সদস্য।

এ আহ্বান জানিয়ে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লিখেছেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সদস্যরা। চিঠিতে তারা লিখেছেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখার জন্য আমরা গভীর ইচ্ছা প্রকাশ করছি।

চিঠিতে তারা ভোটারদের ভীতি প্রদর্শন, ভোট কারচুপি এবং ব্যালট বাক্স ভর্তি করার বিরুদ্ধে সরকার পদক্ষেপ নেবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

তারা লিখেছেন, ‘আমরা আশা করি, আপনার সরকার সহিংসতা প্রতিরোধ করার জন্য সব কিছু করবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা নির্বিশেষে সব বাংলাদেশির সুরক্ষা নিশ্চিত করবে। আমরা আশা করি, আপনার সরকার সব যোগ্য বাংলাদেশী নাগরিকের নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের ব্যবস্থা করবে।’

চিঠিতে স্বাক্ষর করেন কানাডা-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ার ব্র্যাড রেডেকপ, ভাইস চেয়ার সালমা আতাউল্লাহজান, সালমা জাহিদ, কেন হার্ডি, ল্যারি ব্রক, রবার্ট কিচেন, লাক ডেসিলেট ও কেভিন ওয়াগ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড