• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ওমানের নতুন সুলতানের সঙ্গে জারিফের বৈঠক

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৯:০৪
মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ (ছবি : ইরনা)

ওমানের নতুন সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। খবর ‘আল-জাজিরা’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, রবিবার (১২ জানুয়ারি) ওমানের মাস্কাটে হাইথাম বিন তারিক আল সাঈদ ও মোহাম্মদ জাওয়াদ জারিফ বৈঠক করেছেন।

এ সময় ওমানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুতে শোক ও সমবেদনা প্রকাশ করেন জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুলতান কাবুসের মৃত্যু গোটা অঞ্চলের জন্য অনেক বড় ক্ষতি। কাবুসের সময়ে ইরান ও ওমানের মধ্যে সুসম্পর্ক ছিল। আশা করি, নতুন সুলতানের যুগেও ওমানের সঙ্গে ইরানের সুসম্পর্ক অটুট থাকবে।

আরও পড়ুন- হঠাৎ ইরান সফরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

এর আগে, শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় মৃত্যুবরণ করেন কাবুস বিন সাঈদ আল সাঈদ। প্রায় পাঁচ দশক ওমানের সুলতান হিসেবে ক্ষমতায় ছিলেন তিনি। তার জায়গায় ওমানের সুলতান হিসেবে ক্ষমতায় বসেছেন হাইথাম বিন তারিক আল সাঈদ। তিনি কাবুসের চাচাতো ভাই।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড