• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৭:২০
ট্রাম্প
বক্তব্য রাখছেন ডোনাল্ড ট্রাম্প (ছবি : সিএনএন)

সোলাইমানি হত্যার জেরে মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা তৈরি হয়েছে। আর ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কে বিরাজ করছে যুদ্ধাবস্থা। হামলা-পাল্টা হামলার ঘোষণা দিচ্ছেন দুদেশের নেতারা। এমন পরিস্থিতিতে তেহরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ‘সিএনএন’।

সোলাইমানি হত্যার পর তৈরি হওয়া পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) সকালে ভাষণ দেন ট্রাম্প। ওই ভাষণেই ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি দেন তিনি।

হোয়াইট হাউসে দেওয়া ওই ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ৮০ জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে তারা। কিন্তু আমি বলছি, ওই হামলায় কোনো হতাহত হয়নি।

এরপর তিনি জানান, ইরানের হামলায় মার্কিন ঘাঁটির সামান্যই ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা সবকিছুর শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ইরান প্রতিশোধের কথা বলছে। যদি পিছপা না হয়, তবে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন- ইরানি হামলায় লন্ডভন্ড মার্কিনিদের রাডার ব্যবস্থা

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের ড্রোন হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। এর প্রতিশোধ নিতে বুধবার ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড