• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি হামলায় লন্ডভন্ড মার্কিনিদের রাডার ব্যবস্থা 

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৬:০০
মার্কিন ঘাঁটি
স্যাটেলাইট থেকে তোলা ছবিতে মার্কিন ঘাঁটির ক্ষয়ক্ষতির দৃশ্য (ছবি : পার্সটুডে)

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইরাকের আল-আনবার প্রদেশে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আইন আল-আসাদের রাডার ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে ‘পার্সটুডে’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ইরাকের প্রতিরক্ষা কর্মকর্তারা জানান, আমেরিকা নিজের কাছে বিশ্বের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাকার দাবি করে। কিন্তু তারা বুধবারের (৮ জানুয়ারি) ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এমনকি ওই ব্যর্থতার কারণে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে মার্কিন ঘাঁটির রাডার ব্যবস্থা।

জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধের অংশ হিসেবে বুধবার ভোররাতে ইরাকে অবস্থিত দুটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। তেহরানের দাবি, এই হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন- ইরাককে আগেই সতর্ক করে দিয়েছিল ইরান

এ দিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত মার্কিন সেনাদের চিকিৎসা দিচ্ছে ইসরায়েল। ইরাক থেকে ২২৪ জন মার্কিন সেনাকে চিকিৎসার জন্য ইতোমধ্যে তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড