• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরাক থেকে সেনা কমাচ্ছে জার্মানি

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ জানুয়ারি ২০২০, ২২:৪৬
ইরাক-জার্মানি
জার্মান সেনা, (ছবি : সংগৃহীত)

ইরাকে সামরিক উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে জার্মান সরকার এ পদক্ষেপ নিল।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানায়, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর সঙ্গে ৪১৫ জন সেনা মোতায়েন রেখেছে জার্মান সরকার। এর মধ্যে ইরাকে আছে ১২০ জন। সেই ১২০ জন থেকে অন্তত ৩০ জনকে ইরাক থেকে সরিয়ে নেয়া হচ্ছে। সেনা সরানোর ব্যাপারে জার্মান সরকার দেশটির সংসদে একটি চিঠি দিয়েছে।

আরও পড়ুন : পাল্টা হামলা চালাবে ইরান, স্বীকার যুক্তরাষ্ট্রের

জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে জানান, ইরাক থেকে সেনা সরানোর কাজ শিগগিরই শুরু হবে। জার্মান সরকারের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠী আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে মার্কিন নেতৃত্বাধীন যে কমান্ড কাজ করছে তার নির্দেশেই আংশিক সেনা প্রত্যাহার করা হচ্ছে।

এর আগে, ইরাকের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে একটি বিল পাস করেন যাতে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড