• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের পাশে দাঁড়াল চীন

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ২০:০৪
ইরান-চীন-যুক্তরাষ্ট্র
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই, (ছবি : সংগৃহীত)

কাসেম সোলাইমানি হত্যার পর ইরানের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন দেশ। এবার তাদের পাশে দাঁড়াল এশিয়ার পরাশক্তি চীন।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফকে ফোন করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ সময় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সমালোচনা করে ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সেনাবাহিনীর অপব্যবহার বন্ধ করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। না হলে নতুন করে আরও সমস্যা তৈরি হবে।

সোলাইমানি হত্যার নিন্দা জানিয়ে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ আচরণের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। এর সমস্যা ও উদ্বেগ আরও বাড়ছে। মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরে শান্তি ও সুরক্ষা নিশ্চিতে গঠনমূলক ভূমিকা পালন করবে চীন।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

শুক্রবার ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করায় মধ্যপ্রাচ্যে প্রচণ্ড চাপে আছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামলার ভয়েও আছে তারা। বিশেষ করে বাগদাদে যে কোনো সময় হামলার মুখে পড়তে পারে মার্কিন বাহিনী।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড