• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

রহস্যজনক ভাইরাস ছড়িয়ে পড়েছে চীনে

  আন্তর্জাতিক ডেস্ক

০৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৯
চীন
এই ভাইরাসের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে (ছবি : শিনহুয়া)

মধ্য চীনের ইউহান শহরে ছড়িয়ে পড়েছে রহস্যজনক এক ভাইরাস। এখন পর্যন্ত ৪৪ জন ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১১ জনের অবস্থা গুরুতর। খবর ‘বিবিসি’।

শুক্রবার (৩ জানুয়ারি) দেওয়া এক বিবৃতিতে ইউহান শহরের স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, নতুন সংক্রমণের কারণ খোঁজার চেষ্টা চলছে। এই ভাইরাস সংক্রামক নয়। কারণ পরীক্ষায় এরকম কোনো উপসর্গ পাওয়া যায়নি।

স্বাস্থ্যবিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, এই ভাইরাসে আক্রান্তদের বেশিরভাগই শহরের একটি বাজারে কাজ করে। ওই বাজারে সামুদ্রিক খাবার (সি-ফুড) বিক্রি হয়।

এই ভাইরাসের কারণে ইতোমধ্যেই সর্বত্র এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে বলছেন, এই ভাইরাসের সঙ্গে সার্স-সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম রোগের সংশ্লিষ্টতা রয়েছে। প্রাণঘাতী এই রোগটি ফ্লু-এর মতোই। এই রোগের উৎপত্তি চীনে। সার্স ভাইরাসে আক্রান্ত হয়ে ২০০২-০৩ সালে সারা বিশ্বে ৭০০ মানুষ প্রাণ হারিয়েছিল।

আরও পড়ুন- কম্বোডিয়ায় ভবন ধসে নিহত ১০

এ দিকে চীনের ওই রহস্যময় ভাইরাসের কথা ছড়িয়ে পড়ার পর সেখান থেকে আসা পর্যটকদের বিশেষ পরীক্ষা করতে শুরু করেছে সিঙ্গাপুর ও হংকং।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড