ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচ ধুরু হতে না হতেই বৃষ্টি বাগড়া দিয়েছে। বৃষ্টির কারণে ৪.৩ ওভার শেষে খেলা বন্ধ করে দিতে হয়েছে।
বৃষ্টির আগে পর্যন্ত নিউজিল্যান্ড ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৯ রানে ব্যাট করছে। ওপেনার ফিন অ্যালেন ১৮ বলে ৫ ও উইল ইয়ং ৯ বলে ৩ রানে ব্যাটিং করছিলেন। এখন পর্যন্ত কেউ কোনো ৪/৬ হাঁকাতে পারেনি।
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ২.৩ ওভারে ২ ও তানজিম সাকিব ২ ওভারে ৬ রান দিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো উইকেটের দেখা পাননি কেউই।
সাকিব আল হাসান বিশ্রামে থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। অন্যদিকে নিউজিল্যান্ড লকি ফার্গুসনকে অধিনায়ক করেছে।
বাংলাদেশ দলে একাদশে তামিম, রিয়াদ ও সৌম্য সরকারের কামব্যাক বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। এদের সাথে একাদশে জায়গা পেয়েছেন নুরুল হাসান।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, শেখ মাহেদী, নুরুল হাসান, নাসুম আহমেদ তানজিম সাকিব ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, উইল ইয়ং, চ্যাড বোয়েস, হেনরি নিকোলাস, টম ব্লান্ডেল, রাচিন রবিন্দ্র, কোলে ম্যাককনচি, ইশ শোধি, কাইল জেমিনসন, লকি লার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড