ক্রীড়া ডেস্ক
এমন লজ্জাজনক ফাইনাল দ্বিতীয়টি আছে কি না সন্দেহ। মাত্র ২২ ওভারেই খেলা শেষ। একদিকে দর্শকরা হতাশ। অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে সম্প্রচার স্বত্ত্বের ব্যবসায় লালবাতি। লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ে ফেলে ১০০ ওভারের ম্যাচ ২২ ওভারের মধ্যে শেষ করল ভারত। ১০ উইকেটের বিশাল জয়ে রোহিত শর্মার দল ঘরে তুলল এশিয়া কাপের রেকর্ড অষ্টম শিরোপা।
ফাইনালে পা রাখা পর্যন্ত দারুণ ক্রিকেট খেলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশ-পাকিস্তানকে হারানোর পর ভারতের বিপক্ষে সুপার ফোরের ম্যাচে দুর্দান্ত লড়াই করেছে। সেটাই এশিয়া কাপের ফাইনালের লড়াই জমার আভাস দিয়েছিল। কিন্তু শুরুর আগে শেষ হয়ে কলম্বোর গ্যালারিতে বসা ও টিভি পর্দার দর্শকদের হতাশ করলো তারা।
৫০ রানে অলআউট শ্রীলঙ্কা। ৭ ওভার বল করে ২১ রানে ৬ উইকেট নেন মহম্মদ সিরাজ। মাত্র ১৬ বলে নিজের ষষ্ঠ উইকেট তুলে নেন। একদিনের ক্রিকেটে যৌথভাবে দ্রুততম পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড। এশিয়া কাপে দ্বিতীয় সেরা বোলিং গড়। ভারতীয় বোলার হিসেবে এক ওভারে সর্বোচ্চ উইকেট। দুরন্ত বোলিংয়ে একাধিক রেকর্ডের মালিক মুহাম্মদ সিরাজ।
একদিকে ভারতের দুর্ধর্ষ বোলিং। অন্যদিকে জঘন্য ব্যাটিং শ্রীলঙ্কার। একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বনিম্ন রান লঙ্কার। এর আগে ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪৩ রানে শেষ হয়ে গিয়েছিল শ্রীলঙ্কার ইনিংস। আজ ৫০ রানেই আত্মসমর্পণ। পেসের কাছে অসহায় দেখায় লঙ্কার ব্যাটারদের। ৬ উইকেট নেন সিরাজ। ৩ উইকেট হার্দিক পাণ্ডিয়ার, ১ উইকেট বুমরার। ঘরের মাঠে খেলা। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার আশায় গ্যালারি ভরিয়েছিল সমর্থকরা।
কিন্তু প্রাপ্তি শুধুই হতাশা। এক ওভারে ৪ উইকেট সিরাজের। তাতেই নির্ধারিত ম্যাচের ভাগ্য।
ভারতীয় পেসারের কৃতিত্ব খাটো না করেও বলতেই হবে দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং শ্রীলঙ্কার। তাদের মানসিকতা দেখে মনে হয়নি ৫০ ওভারের ম্যাচ। যার খেসারত দিতে হল। ১৫.২ ওভারেই শেষ ইনিংস। যেকোনও ফাইনালে সর্বনিম্ন স্কোরের মধ্যে জায়গা করে নেবে শ্রীলঙ্কার এই ইনিংস।
একদিনের ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট সংগ্রহ করে খুশি সিরাজ। জানান, স্বপ্ন সফল হয়েছে। ইনিংস ব্রেকে সিরাজ বলেন, 'স্বপ্ন সত্যি হয়েছে। আগেরবার শুরুতে চার উইকেট তুলে নিলেও, দুর্ভাগ্যবশত পঞ্চম উইকেট পাইনি। আজ সেটা পেয়েছি। আমি বলের লাইন এবং লেন্থ ঠিক রাখার চেষ্টা করেছি। আজ বলও সুইং করেছে। সেটার ফায়দা তোলার চেষ্টা করেছি। আজ বেশিরভাগ উইকেট আউটসুইং থেকে এসেছে। চেয়েছিলাম ব্যাটার ড্রাইভ করুক। জানতাম বল লাইনে রাখতে পারলে উইকেট আসবেই।'
৫০ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে হেসে খেলেই মাত্র ৬ ওভার ১ বলে ৫১ রান করে জিতে যায় ভারত। আজ ভারতের হয়ে ওপেনিং করেন ইশান কিশান ও শুভমান গিল। ইশান ১৮ বলে করেন ২৩ রান। এরমধ্যে ৩ চার মেরেছেন। শুভমান ১৯ বলে ২৭ রান করতে ৬ টি চার মেরেছেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড