ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের আগে নিজেদের মধ্যে ম্যাচ খেলছে পাকিস্তান। পিণ্ডি স্টেডিয়ামে সেই ম্যাচে পাক পেসার হাসান আলি ঘটালেন অদ্ভুত কাণ্ড। আম্পায়ারের হাত ধরে আঙুল তুলে আউট চাইলেন তিনি।
ব্যাটার সালমান আলি আঘাকে বল করছিলেন হাসান। তার বল সালমানের পায়ে লাগতে এলবিডব্লিউ চান তিনি। কিন্তু আম্পায়ার রাজি নয়। তখনই হাসানকে দেখা যায় আম্পায়ারের হাত ধরে তার আঙুল তোলার চেষ্টা করছেন। এমন কাণ্ড ঘটিয়ে দু’জনেই হাসতে থাকেন। মজা করেই হাসান আম্পায়ারের থেকে এই ভাবে আউট চাইছিলেন।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ১৮ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান। ২০১৫ সালের সিরিজে দাপটের সাথেই শ্রীলঙ্কাকে হারিয়েছিল পাকিস্তান।
সম্পাদক: মো. তাজবীর হোসাইন
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: odhikaronline@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড