ক্রীড়া ডেস্ক
আগের সপ্তাহে খুব কাছে গিয়েও ম্যানচেস্টার সিটির কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হারিয়েছে লিভারপুল। এবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দারুণ খেলেও হারতে হয়েছে রিয়াল মাদ্রিদের কাছে। লিভারপুলের খেলোয়াড়, কোচ ও সমর্থকদের কষ্টটা নিশ্চিতভাবেই এই সময়ে বিপুল। তবে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ে তারা কাবু নন। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ, আগামী আসরেই আরও প্রবল শক্তি নিয়ে ফেরার প্রত্যয় জানিয়েছেন তিনি। এমনকি পরের আসরের ফাইনালের জন্য এখনি হোটেল বুক করতে চান তিনি!
শনিবার (২৮ মে) প্যারিসে ভিনিসিয়াস জুনিয়রের করা একমাত্র গোলে রিয়ালের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় লিভারপুলের। অথচ খেলার গতি দিচ্ছিল ভিন্ন আভাস। ম্যাচের শুরু থেকে একের পর এক সুযোগ তৈরি করতে থাকে ইংলিশ ক্লাবটি।
তবে তাদের সব সম্ভাবনা নসাৎ করে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তয়া। ম্যাচে ৯টি অতিমানবীয় সেভ করেন তিনি, যার তিনটি ছিল অবিশ্বাস্য মাপের।
সবটুকু দিয়েও রিয়ালের কাছে আরও একবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হেরে মুষড়ে পড়েছেন ফুটবলাররা। তবে মোহামেদ সালাহ, সাদিও মানেদের উজ্জীবিত করছেন ক্লপ। ম্যাচ শেষে এই জার্মান কোচ জানান, খেলোয়াড়দের নিয়ে গর্বিত তিনি।
ক্লপ বলেন, ‘ড্রেসিংরুমে ফিরে আমি সবাইকে বলেছি তাদের নিয়ে গর্বিত। দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছে ছেলেরা। যে দুটো প্রতিযোগিতা জেতা হয়নি সেগুলোর খুব কাছে গিয়েছি, পারিনি ন্যূনতম ব্যবধানে। ছেলেরা বুঝবে কতটা স্পেশাল ছিল, কী করেছে তারা পুরো মৌসুমে।’
তিনি বলেন, ‘এটা অন্যরকম এক সাফল্য, যেটা খুব প্রত্যাশিত নয়। তবে প্রবলভাবেই আমরা ফিরে আসব। সবাই দারুণ লড়াকু। আমরা আবার এক হবো এবং এগিয়ে যাব।’
২০১৮ সালেও রিয়ালের কাছে হেরে শিরোপা জেতা হয়নি অল রেডদের। চার বছর পর কষ্টের মাত্রা বাড়ল দ্বিগুণ। তবে তা দূর হতে পারে পরের আসরেই। এখনি যে ফাইনাল খেলার ঘোষণাই দিয়ে রেখেছেন ক্লপ, ‘অন্যদের চেয়ে আমাদের হয়ত বেশি কষ্ট করতে হবে। তবে সমস্যা নেই। পরেরটি (ফাইনাল) যেন কোথায়? ইস্তানবুল! হোটেল বুক করতে বলুন।’
ওডি/কেএ
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড