• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০  |   ২৭ °সে
  • বেটা ভার্সন

সর্বশেষ :

sonargao

বিনামূল্যে আর টেলিগ্রাম চালানো যাবে না

  প্রযুক্তি ডেস্ক

০১ জুন ২০২২, ২১:০১
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ টেলিগ্রাম
জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ টেলিগ্রাম। (ছবি : সংগৃহীত)

বিশ্বের অন্যতম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপকে টেক্কা দিতে একের পর এক ফিচার আনছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজ অ্যাপ টেলিগ্রাম। নতুন নতুন সুবিধা এনে অল্প সময়েই ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল অ্যাপটি। কিন্তু এর ফিচার আর ফ্রি ব্যবহার করা যাবে না। বিনামূল্যে ব্যবহার করা চ্যাটিং প্ল্যাটফর্মটি চালাতে এখন গুনতে হবে টাকা!

সম্প্রতি দেখা গেছে টেলিগ্রামে স্টিকার ডাউনলোড করার জন্য টাকা খরচ করতে হচ্ছে। অর্থাৎ কোনো ব্যবহারকারী স্টিকার প্যাক কেনার জন্য আলাদা করে পেমেন্ট করতে হচ্ছে। এতদিন পর্যন্ত যা ফ্রি-তে ছিল। যদিও যারা নতুন টেলিগ্রাম ডাউনলোড করছেন তাদের কোনো পেমেন্ট করতে হচ্ছে না।

এছাড়া অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে পেমেন্ট করার কোনো অপশন চালু হয়নি। শুধু আইওএসের ক্ষেত্রেই পেমেন্ট অপশন চালু করা হয়েছে। তবে টেলিগ্রামের পক্ষ থেকে এখনো এ বিষয়টি সম্পর্কে কিছুই বলা হয়নি। তবে যারা নতুন টেলিগ্রাম ডাউনলোড করে ইনস্টল করছেন তাদের মোবাইল স্ক্রিনে একটি বার্তা দেখানো হচ্ছে। সেখানে বলা হচ্ছে, সারা জীবনের জন্য টেলিগ্রাম ফ্রি। কোনো বিজ্ঞাপন নেই। কোনো সাবক্রিপশন ফি নেই। তবে বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, এখন ফ্রি হলেও আগামী দিনে টেলিগ্রাম ব্যবহার করতে পেমেন্ট করতে হতে পারে।

কারণ হিসেবে বলা হচ্ছে, অনেকদিন আগে থেকেই টেলিগ্রাম প্রিমিয়াম স্টিকারসহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার নিয়ে কাজ করছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন সেই ফিচারগুলো ব্যবহারের জন্যই আলাদা করে টাকা খরচ করতে হবে।

ওডি/জেআই

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড