• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

প্রতারণার মামলায় মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড

  আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি

০৮ জুন ২০২৩, ১০:৩২
প্রতারণার মামলায় মালয়েশিয়ায় বাংলাদেশির কারাদণ্ড
প্রতারণার মামলায় মালয়েশিয়ায় গ্রেফতারকৃত বাংলাদেশি মোহাম্মদ সুফিয়ান (ছবি : অধিকার)

প্রতারণার মামলায় মালয়েশিয়ায় এক বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়া হয়েছে। দেশটির মেলাকা রাজ্যের আয়ার কেরোহ আদালতে মোহাম্মদ সুফিয়ান (৫২) নামে এ বাংলাদেশিকে সাত মাসের কারাদণ্ড দেয়া হয়।

গত মঙ্গলবার (৬ জুন) মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন তৈরির অভিযোগে ম্যাজিস্ট্রেট শারদা শিনহা সুলেইমান অভিযুক্ত বাংলাদেশি নাগরিক সুফিয়ানকে এ দণ্ড দেন। সুফিয়ান আদালতে দোভাষীর মাধ্যমে দুটি অভিযোগ পাঠের পরপরই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রথম অভিযোগে বলা হয়- অভিযুক্ত মোহাম্মদ সুফিয়ান একজন বাংলাদেশি নাগরিক, যিনি কোনো বৈধ পাসপোর্ট ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং অবৈধভাবে মেলাকায় বসবাস করেন। এরপর গত ২০ মে বেলা সাড়ে ১১টার দিকে মেলাকা রাজ্যের তেনগা জেলার তানজুং মিয়াক থানার তদন্ত অফিসে অন্যজনকে ফাঁসাতে একটি ছিনতাইয়ের মিথ্যা পুলিশি প্রতিবেদন দাখিল করেন।

ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ (সংশোধনী ২০০২)-এর ধারা ৬(১)(গ) অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করলে অনধিক ১০ হাজার রিঙ্গিত অর্থদণ্ড বা পাঁচ বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে এবং একই আইনের ৬(৩) ধারায় শাস্তিযোগ্য হবে।

দ্বিতীয় অভিযোগে বলা হয়- অভিযুক্ত বাংলাদেশি কর্পোরাল আইদাওয়াতি হুসিনের কাছে একটি মিথ্যা প্রতিবেদন তৈরি করেছিলেন এবং এই মিথ্যা প্রতিবেদনের ফলে তানজুং মিয়াক থানার তদন্ত অফিসার ইন্সপেক্টর মুহাম্মদ হাজিক ফাথেলি সাধারণ মানুষদের কাছে ছোট হয়েছেন বলেও সেখানে উল্লেখ করা হয়।

পুলিশ রিপোর্টে বলা হয়- দেশটির অভিবাসন বিভাগে অভিযুক্ত ওই বাংলাদেশির ফিঙ্গার প্রিন্ট এবং বায়োমেট্রিক পর্যালোচনায় দেখা যায়। অভিযুক্ত বাংলাদেশির মালয়েশিয়ায় বসবাসের কোনো নথিপত্র নেই।

প্রবাস জীবন, আকাঙ্খা, প্রত্যাশা-প্রাপ্তির সমীকরণ সবই লিখুন দৈনিক অধিকারকে inbox.odhikar@gmail.com আপনার প্রবাস জীবনের প্রতিটি ক্ষুদ্র অনুভূতিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড