আহমাদুল কবির, মালয়েশিয়া প্রতিনিধি
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশির মৃত্যুর সংবাদটি ২০১৯ সালের। একটি অসাধু মহল কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তিন বছর আগে মারা যাওয়ার ছবি ফেসবুকে পোস্ট করেছে, যা এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে।
শনিবার (২৮ মে) মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়, একটা অসাধু মহল সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে পরিকল্পিত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। এ ধরনের কোনো ঘটনা দূতাবাসের ভেতরে ঘটেনি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের অসহযোগিতার কারণে হাইকমিশনের ভেতরে কয়েকদিন আগে ওই বাংলাদেশি মারা যাননি। তিন বছর আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন জমা দিতে আসার পথে পাসপোর্ট অফিসের সামনে গাড়িতে বসা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
আরও পড়ুন : মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট পেতে হাই কমিশনের নোটিশ
বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, তার আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলে দূতাবাস জানতে পারে, তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। এ ধরনের মিথ্যা বানোয়াট তথ্য সম্পর্কে দেশে-বিদেশে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের সজাগ থাকার জন্য অনুরোধ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড