শাহ মোহাম্মদ তানভীর আহমদ, পর্তুগাল প্রতিনিধি
বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আমল এমপি পাঁচদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন। তার এই বিদেশ সফর উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ। শুক্রবার (২৭ মে) বিকালে লিসবনের একটি রেস্টুরেন্টে সভাটি অনুষ্ঠিত হয়।
আয়োজনের শুরুতে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।
পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি জহিরুল আলম জসিমের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। যেখানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আমল বলেন, প্রবাসীরা বিদেশ গমনে বা স্বদেশে ফিরতে বিমানবন্দরে কোনো প্রকার হয়রানির শিকার হলে তা সরাসরি লিখিত আকারে অভিযোগ করুন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- পর্তুগাল আওয়ামী লীগের উপদেষ্টা মাহবুব আলম, সহ সভাপতি মহসীন হাবীব ভূঁইয়া, মিজানুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক জামাল ফকির, দফতর সম্পাদক জাকির হোসেন, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন, যুবলীগ নেতা অনুপম মেহেদী অনু, খন্দকার ইউনুস, ছাত্রলীগ নেতা আবদুল্লাহ নোমান প্রমুখ।
আরও পড়ুন : মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫১ অবৈধ অভিবাসী আটক
আয়োজনটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- লিসবন দূতাবাসের রাষ্ট্রদূত তারিক আহসান, দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজি এবং আলমগীর হোসেন, পর্তুগাল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড