• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

আঞ্চলিক ছাত্রলীগ কমিটি দিল, একটু পরেই বিলুপ্ত করল কেন্দ্রীয় ছাত্রলীগ

  শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম)

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৪৪
ছাত্রলীগ

বাঁশখালী উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ

বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ছাত্রলীগের অফিসিয়াল প্যাডে কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ছাত্রলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী উপজেলা শাখা, বাংলাদেশ ছাত্রলীগ বাঁশখালী পৌরসভা শখা, বাংলাদেশ ছাত্রলীগ সাতকানিয়া সরকারী কলেজ শাখার নবগঠিত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উল্লেখ্য, বুধবার (২৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম বোরহান উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১০৪ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করেন। কমিটি গঠনের দিন না যেতেই কেন্দ্রীয় ছাত্রলীগ উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু তাহের মুঠোফোনে বলেন, 'কেন্দ্রীয় ছাত্রলীগ বাঁশখালী উপজেলা শাখার কমিটিসহ উপজেলার পৌরসভা, সরকারী আলাওল কলেজ ও সাতকানিয়া সরকারী কলেজের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। কেন বিলুপ্ত ঘোষনা করা হলো জানতে চাইলে তিনি কারণ জানেন না বলে জানান।

এদিকে বিকেলে সদ্যঘোষিত বাঁশখালী উপজেলা কমিটি বাতিল চেয়ে বাঁশখালী উপজেলা ছাত্রলীগের একাংশের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল উপজেলা সদরে সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড