• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আ. লীগের শান্তি সমাবেশে মাহবুবউল আলম হানিফ

সমাবেশের আগের দিন বিএনপিকে কেন দূতাবাসে মিটিং করতে হয় 

  নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই ২০২৩, ১৭:২৪
আ. লীগের শান্তি সমাবেশে মাহবুবউল আলম হানিফ
আ. লীগের শান্তি সমাবেশে ভাষণ দিচ্ছেন মাহবুবউল আলম হানিফ (ছবি : সংগৃহীত)

যে কোনো সমাবেশের আগের দিন বিএনপিকে কোনো না কোনো দূতাবাসে কেন মিটিং করতে হয়, সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

তিনি বলেছেন, বাংলাদেশকে নিয়ে ১/১‘র স্বপ্ন যারা দেখে, তারা একটা খেলা খেলছে। মুখে বলছে মানবতা আর গণতন্ত্রের কথা। বিএনপি যখনই সমাবেশ করে, তার আগের দিন বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে মিটিং করে। কেন মিটিং করতে হয়? কারণ তারা বিদেশিদের দিয়ে খেলছে। কিন্তু এই খেলা জনগণ খেলতে দেবে না।

আজ শুক্রবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের তিন সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি-জামায়াতের দুঃশাসনের বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে, সেই ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, আজ যখন জাতি আশা করছে আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে নির্বাচন হবে। ঠিক তখনই নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশের শান্তি ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড