অধিকার ডেস্ক
আজ খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে খুলনায় বিভাগীয় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আর একই দিনে শান্তি সমাবেশ করবে মহানগর আওয়ামী লীগ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নগরীর শহীদ হাদিস পার্ক সংলগ্ন কেসিসি মার্কেট এলাকায় বিএনপি'র সমাবেশ অনুষ্ঠিত হবে। অন্যদিকে একই সময়ে নগরীর শিববাড়ি মোড়ে আ. লীগের সমাবেশ করার কথা রয়েছে।
বিএনপি ও আওয়ামী লীগের একই সময়ে সমাবেশ হওয়ায় মহানগরীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে খুলনা মহানগর পুলিশ।
জানা গেছে, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ-প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ-ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।
এদিকে, মহানগরের শিববাড়ি মোড়ে সমাবেশ নিয়ে খুলনা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি জানান, বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে খুলনা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ (৪ ফেব্রুয়ারি)। নগরীর শিববাড়ি মোড়ের পাবলিক হল চত্বরে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
জানা গেছে, মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। এছাড়াও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, নগর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডিএম বাবুল রানা ও অ্যাডভোকেট সুজিত অধিকারীসহ কেন্দ্রীয়-স্থানীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড