নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, সাহসিকতা, বীরত্ব আর কর্মনিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করছে।
তিনি বলেন, সূর্য সন্তানরা শান্তিরক্ষী মিশনে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছেন।
রবিবার (২৯ মে) এক অভিনন্দনবার্তায় বিশ্বশান্তি রক্ষায় সব দেশের শান্তিরক্ষীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি। পাশাপাশি শান্তিরক্ষী মিশনে জীবন উৎসর্গকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জাপা চেয়ারম্যান।
‘জাতিসংঘ শান্তিরক্ষী দিবস’ উপলক্ষ্যে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্বরত বাংলাদেশের গর্বিত সদস্যদের প্রাণঢালা অভিনন্দনও জানান জিম কাদের।
আরও পড়ুন: গাছের সঙ্গে বাসের ধাক্কায় ঝরল ১০ প্রাণ
অভিনন্দন বার্তায় পার্টির চেয়ারম্যান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। পল্লীবন্ধু সব রাজনৈতিক দলের বিরোধিতা উপেক্ষা করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে সেনা পাঠিয়েছিলেন।
ওডি/আজীম
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড