• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার নবান্ন সংখ্যা-১৯

ভাবনার আকাশ

  মাহমুদুর রহমান রাসেল

০৯ মার্চ ২০২০, ১০:৪৬
কবিতা
ফিরে আসুক সেই সন্ধ্যা (ছবি : সম্পাদিত)

ফিরে আসুক সেই সন্ধ্যা ফিরে আসুক সেই বৃষ্টি বজ্রের শব্দে ভয় পেওনা শত আলোকবর্ষ দূর বিস্তৃত এ প্রশস্ত বুক, ভয় পেওনা। আর একবার, আর একবার বেজে উঠুক সেই বুকে তোমার মাথা আছড়ে পড়ার উপাখ্যান। সরস্বতীর কাজল রাঙ্গা চোখ দেখেছি সে তো তোমারই চাহনির ফাকে যার চোখ ছুঁয়ে দেওয়ার ছলনায় এলো কাজল সাজিয়ে দেওয়ার মস্ত বড় অভিনয় ছিলো। আচ্ছা, তুমিও কি চাও! তোমার আঙ্গুলগুলো গুণে দেখার নামে হাত ছুঁয়ে দিয়ে যাক এক অমলিন অনুভূতি। আমার অভিপ্রায় ফুটে ওঠে তোমার চোখের কাজলে তোমার কাজল রাঙ্গা টিপে। সত্য উদঘাটন করার বিন্দুমাত্র প্রয়াস নেই কি তোমার? শরতের সন্ধ্যায় একগুচ্ছো শুভ্র কাশফুল দক্ষিণা বাতাসে দোল খেতে খেতে যেন তোমারেই বলছে, ওগো আমার পরশমণি। তোমার দু’পা এগিয়ে দাও সেই শুভ্র মেঘের আলপথে ভয় পেওনা, আমি তো আছি। সেই সরু আলপথ পাড় করে দিয়ে তোমায় বলবো, তোমার হাত দু’টো কি যে উষ্ণ গো! বৃষ্টিতে ভিজে পথ চলা সে তো পথ চলার অভিনয় মাত্র দু’পা মিলিয়ে চলার তীব্র ইচ্ছে মাত্র। ওই পথের শেষে দৃষ্টি সীমায় আকাশটা মাটিতে মিলে গেছে হয়তো কিছুটা কাল, তারপর তারপর আমরাও দু’দিকে মিলিয়ে যাবো কিন্তু এই ভেবে স্বস্তি পাই এইতো, এইতো আমরা একই আকাশের নিচে।

আরও পড়ুন : কবিতার মানচিত্র

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড