• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দৈনিক অধিকার নবান্ন সংখ্যা-১৯

তোমার কাছে গমন

  আনিসুর রহমান

০৭ মার্চ ২০২০, ১৬:৪১
কবিতা
সমস্ত আকাশের বিশালতায় এঁকে দেবো তোমার নাম (ছবি : সম্পাদিত)

আমিও তাকাবো সেদিন তোমার চোখে আমিও তাকাবো সেদিন লজ্জা মুখে, সমস্ত আকাশের বিশালতায় এঁকে দেবো তোমার নাম হৃদয়ের স্পর্শে কেঁপেছে দ্যাখো আমার বুকের বাম।

জমিয়েছি দেখো পাহাড়, নদ, উপত্যকা, মরুভূমি, নীল সাগর, রক্তাক্ত সময়; একবার শুধু একটিবার নিঃসঙ্গ ত্যাগী হবো বোলে কতবার চেয়েছি তোমায়,

দেখে নিও আমিও ছোঁব তোমায় একদিন সামান্য ছুঁয়ে দেবো জমিনের মত সহস্র ব্যথা, যন্ত্রণা, ক্লান্তি বুকে টেনে নেবো; দীর্ঘ প্রতীক্ষার একদিন হবে সমাধান লজ্জায় ফেরেশতাদের মুখ হবে ম্লান।

তবুও একটিবার মাত্র একবার তোমার কাছাকাছি হতে চাই, দীর্ঘ পথে হেটে হেটে যাই, হয়তো হবে কোনদিন তোমাকে পেয়ে যাই।

বেলাশেষে নীড়ে ঘুমবে চাঁদ শান্ত হবে জলের প্রপাদ, সমস্ত সূর্যের আলো হয়ে যাবে নীলাভ তখন আসবে হয়তো নীল অভিশাপ।

অতঃপর আমি অভিশপ্ত নগরী অতিক্রান্ত হবো, অভিশপ্তের মত আমি পাহাড় ডিঙবো, সাগর ডিঙবো, ডিঙবো শত শত,

পৌঁছাবে আমার হৃদয় ছুটে যাবে মন সাধনায়, প্রতীক্ষার হবে করুণ লয় সেদিন হবে ভালোবাসার তীব্র জয়।

আরও পড়ুন : কবিতা : জীর্ণ চিন্তা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড