• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে উড়াল, জনসমুদ্রের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী

  অধিকার ডেস্ক

২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৫২
উড়াল সড়ক

হাওর অঞ্চলের প্রত্যেকটি সড়ক উড়াল সড়ক হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, হাওর অঞ্চলের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য উড়াল সড়ক করা হবে।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের সুধী সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। বিপুল সংখ্যক এই মানুষের সামনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

একনেকের গত সভায় ১৫ কিলোমিটার হাওড়কে জেলা সদরের সঙ্গে সংযুক্ত করতে উড়াল সেতু নির্মাণের জন্য ৫ হাজার ৬৫১ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পটির সময়কাল ২০২৩ সালের মার্চ থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত ধার্য করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, হাওরের পানি নিষ্কাশনের সকল ব্যবস্থা করা হয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র করেছি।

তিনি বলেন, গ্রামের মানুষ যেন গ্রামেই শহরের সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। 'আমার গ্রাম হবে আমার শহর' এই স্লোগানে আমরা কাজ করছি।

কৃষকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, করোনা মহামারির সময় ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিয়েছে। একজন কৃষক এখন মাত্র ১০ টাকা দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনের উদ্দেশ্য মিঠামইন ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড