• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘রাজনীতিবিদরা রাজনীতিকে খেলায় পরিণত করেছেন’ 

  মাহফুজ আলম প্রিন্স, রংপুর

০৪ ডিসেম্বর ২০২২, ১১:১৭
‘রাজনীতিবিদরা রাজনীতিকে খেলায় পরিণত করেছেন’ 
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার (ছবি : অধিকার)

দেশের রাজনীতিবিদরা রাজনীতিকে খেলায় পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, দেশে খেলার নামে যে উত্তেজনা তৈরি করেছেন তা গণতান্ত্রিক পরিবেশ ও রাষ্ট্রের সাথে সংগতিপূর্ণ নয়।

রংপুর সফরে এসে আরডিএসে প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি আরও বলেন, গত দুটি একতরফা ও জালিয়াতির নির্বাচনের মত আরেকটি নির্বাচন হলে তা দেশে অকল্যাণ বয়ে আনবে।

গাইবান্ধা নির্বাচন অনুষ্ঠানে কমিশন ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন দুর্নীতির বিষবৃক্ষকে রেখে শুধু তার ডালপালা ছেঁটে দিয়েছেন। গাইবান্ধা নির্বাচন নিয়ে চারটি ইতিহাস তৈরি হয়েছে। এভাবে সিসি ক্যামেরা বসিয়ে যে অনিয়ম উদ্ঘাটন করেছে এটা একটা ইতিহাস।

তিনি আরও বলেন, পুরো আসনেই নির্বাচন বাতিল করেছে এবং তৃতীয় ইতিহাস সেখানে একটা তদন্ত হয়েছে যেটা অতীতে কখনো এমনটি হয়নি। আর চতুর্থ ইতিহাসটা খুব একটা ইতিবাচক না। তদন্তে যেটা বেড়িয়ে আসলো যে রাঘব বোয়ালরা ধরা ছোঁয়ার বাহিরে রয়ে গেলো

উল্লেখ্য, এ সময় উপস্থিত ছিলেন- জেলা ও মহানগর সুজনের নেতৃবৃন্দরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড