• বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০  |   ২১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভিসানীতি বাংলাদেশ পুলিশের চিন্তার বিষয় নয়: ডিএমপি কমিশনার

  নিজস্ব প্রতিবেদক

০২ অক্টোবর ২০২৩, ১৩:৩৭
পুলিশ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একটি দেশ ভিসা নীতি ঘোষণা করেছে। এটা তার নিজস্ব বিষয়। সেটি বাংলাদেশ পুলিশের কোনো বিষয় নয় বলে মনে করি।

রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার বেলা ১১টায় মিট দ্য প্রেসে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নির্বাচন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি। জনগণ যাতে নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে সেজন্য যা যা প্রয়োজন ডিএমপির পক্ষ থেকে করা হবে।

ডিএমপির থানাগুলোতে সেবার মান বাড়াতে মেসেজ টু কমিশনার হটলাইন সেবা চালু করা হবে বলে জানান তিনি।

যানজট নিরসন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকার যানজটপূর্ণ এলাকাগুলোকে চিহ্নিত করে সেখানকার সমস্যাগুলো খুঁজে বের করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের ব্যক্তিগত অপরাধে বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, যদি কারও বিরুদ্ধে অভিযোগ আসে, তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ হোক পুলিশের বাবা হোক অপরাধী অপরাধীই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড