• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

জ্বলে ওঠো নারী!

  রহমান মৃধা

০১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৫০
জ্বলে ওঠো নারী!
সমুদ্রের ধারে সূর্যাস্ত উপভোগ করছেন তরুণী ও ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

ঐ বোরকা যদি বাধা হয়ে দাঁড়ায়

করিতে তোমার বিবরণ,

কী হবে সেই বোরকা পরে?

খুলে ফেলো সেই আবরণ।

পৃথিবী এখন অচল হয়েছে

তোমাকে আঁধারে রেখে,

আর কতদিন থাকবে তুমি

নিজেকে গোপন করে?

দরকার এখন তোমারে,

পুরুষ সমাজের কাছে।

সময় এসেছে বন্ধ করিবার,

চোখ দুটি আর মুখ খানি তার।

পারিবে তুমি করিতে শাসন,

এ বিশ্বাস আমি করি।

যে কাপুরুষ তোমায় দেখিয়া

করিতে পারে না নিজেকে নিয়ন্ত্রণ,

কী করিয়া করিবে শাসন,

গড়িবে সোনার দেশ?

সমাজে ভাঙা নারী তুমি,

মনে ভাঙা ঘর।

তারি মাঝে থেকে কর,

পুরুষের সংসার।

সময় এসেছে বুঝিবার এখন,

স্বৈরাচারীর হইবে পতন।

জ্বলে ওঠো নারী পারিবে তুমি,

গড়িতে সোনার দেশ।

দরকারে পুরুষ ঢাকিবে দেহ,

যেমন করে তুমি ঢেকেছো।

বুঝিবে তখন কেমন লাগে,

অন্ধকারের বদ্ধ ঘরে।

পুরুষ শুনিবে তোমার কথা,

চলিবে তারা তেমন করিয়া।

যেমন করিয়া চলিতে তুমি,

দেখিবে সকল সমস্যা বন্ধ হবে তখন।

চলিবে পৃথিবী প্রকৃতির মতো

শান্তি আসিবে ফিরে।

পারিবে তুমি ধরিয়া রাখিতে

নতুন করিয়া মানব জাতিকে।

আমি দেখেছি আমার মাকে,

সংসারের সুখ ধরিয়া রাখিতে,

হয়নি কখনও দ্বিমত তখন,

আমার বাবার সাথে।

বাবা আমার সঙ্গী হয়ে,

দিয়েছে মাকে স্বাধীনতা।

মায়ের অনুপ্রেরণা পেয়ে আমার

ভেতরে জেগেছে মানবতা।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

rahman.mridha@gmail.com

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন inbox.odhikar@gmail.com
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড