• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভীমরতি

  রহমান মৃধা

২১ আগস্ট ২০২৩, ২০:৫৫
ভীমরতি
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা (ছবি : সংগৃহীত)

বলে যাও তুমি যা কিছু, দিয়ে যাও যত খুশি গালি। মনে কিছু করবো না আমি, সম্পর্কে তুমি শালী।

কি করে তুমি পারিলে, চিন্তা নাহি করিলে। হঠাৎ তুমি চলে গেলে, আমারে একা ফেলি।

সোমবারে তুমি বলেছিলে মোরে, চিন্তা না করিতে। মঙ্গল এবং বুধবারে তুমি, আসিলে বাড়িতে দেরিতে।

পাত্তা দিলে না মোরে। বৃহস্পতিবারে ভেবেছি বারে বারে, কাল হবে শুক্রবার। পড়েছি আমি শালীর প্রেমে, কি হবে এখন আমার।

শনিবারে তুমি আসিবে বলে, দিয়েছিলে মোরে কথা। ভেঙ্গে গেছে আজ হৃদয় মোর, বলিব এ কথা কারে।

রবিবারে আমি ভেবেছি অনেক, আসিবে তুমি ফিরে। করেছে আমার হার্ট অ্যাটাক, তোমার চিন্তা করে।

শুক্রবারে প্রেমে পড়েছি, শনিবারে করেছি অপেক্ষা, রবিবারে আমি দুঃখ পেয়েছি।

তোমার ওই নীল চোখে, সাজানো রয়েছে এক তারা, চেয়ে চেয়ে দেখি আর, হই দিশাহারা।

চমৎকার বিস্ময় তোমার মন, সর্বদা নতুন এক দৃশ্য। তোমার মুখের হাসি, আমি দেখতে ভালোবাসি।

শালীর প্রেমে পড়েছি আমি, সব কিছু যখন অদৃশ্য। হঠাৎ চেয়ে দেখি আমি, নিজের বউয়ের দৃশ্য।

ধরেছে মোরে ভীমরতি, ভাবছি এখন কী করি? বুন্ডি সাথে না থাকায়, জীবনের আজ এই গতি।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন।

rahman.mridha@gmail.com

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন inbox.odhikar@gmail.com
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড