• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্মৃতিটুকু থেকে যায় যেন ভুবনে

  রহমান মৃধা

১৯ মার্চ ২০২৩, ১১:৫৮
স্মৃতিটুকু থেকে যায় যেন ভুবনে
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

সূর্য ঠিকই উঠে,

কখনো দেখি কখনো দেখি না।

মেঘ আকাশে ঠিকই ভাসে,

কখনো দেখি কখনো দেখি না।

বাতাস ঠিকই বয়ে চলে,

কখনো টের পাই কখনো পাই না।

রাত যখন আসে, দিন চলে যায়।

জন্ম হলে মৃত্যু হয়।

সুখ এলে দুঃখ যায়।

তুমি আমি দুজনে,

এসেছি এ ভুবনে।

ছেড়ে যদি যেতে হয় দুজনে দুজনায়,

কখন কিভাবে তা জানি না।

যেতে মন চাবে না

কেউ যেতে দিবে না,

তবু চলে যেতে হবে,

সব কিছু ফেলে।

ভালোবাসা ছাড়া আমি

আর কিছু মানি না।

মানা না-মানার ক্ষণে

আছি মোরা দুজনে,

চাওয়া পাওয়ার মাঝে

চলে যাবে দিন,

ভুলে গেলে চলিবে না

এ কথাটি আজ।

ফেলে দিয়ে মন থেকে

সদা ভয় সদা লাজ

করিতে হইবে শুধু

ভালো সব কাজ।

থাকবো না কেও মোরা

সুন্দর এই ভুবনে,

স্মরণ করিবে সবাই

কী করেছি জীবনে!

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট), ফাইজার, সুইডেন।

rahman.mridha@gmail.com

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন inbox.odhikar@gmail.com
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড