• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বলো না সহজ করে

  রহমান মৃধা

১৫ নভেম্বর ২০২২, ১৪:২১
বলো না সহজ করে
ফাইজারের প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাবেক পরিচালক রহমান মৃধা ও তার সহধর্মিণী মারিয়া (ছবি : সংগৃহীত)

আমি কীভাবে কবো তোমারে

তুমি প্রতিবারই একই রকম

রয়েছ মোর হৃদয়ে।

আমি অনেকদিন একাকী ছিলাম

আমি অনুভব করেছি তোমাকে

তবুও তোমাকে চাইনি প্রয়োজনে

কারণ আমার চাওয়ার সময় হয়নি।

আমি একটি আন্দোলন গড়ে তুলেছি

তবে শক্তিশালী হতে পারিনি

আমার হৃদয় নেই তা বলিনি

আমি রোমান্সের সুযোগ নিতে চাইনি।

প্রেম যেদিন খুঁজে পাবো

সেদিন তোমার মনের কথা শুনবো

আমাকে একবার শুনতে দিও

সেটা যেন প্রথমবারের মতো হয়।

আমাকে সংলাপে একটু অংশ নিতে দিও,

আমার হৃদয়ে ঢুকে যেও, হারাবে না,

আমি তোমার মনের কথা শুনবো

তুমি উঠো তুমি নামো

তুমি সমস্ত হৃদয় ঘুরে যাও

দেখবে সেখানে ব্যথা আছে

আছে ভালোবাসা।

ঢুকে যাও সে হৃদয়ে, তুমি হারাবে না

তুমি আমারি বুকে থাকবে,

বলো না সহজ করে

তুমি আমারেই শুধু ভালো বাসবে।

লেখক : রহমান মৃধা, সাবেক পরিচালক (প্রোডাকশন অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট) ফাইজার, সুইডেন।

rahman.mridha@gmail.com

নবীন- প্রবীন লেখীয়োদের প্রতি আহ্বান: সাহিত্য সুহৃদ মানুষের কাছে ছড়া, কবিতা, গল্প, ছোট গল্প, রম্য রচনা সহ সাহিত্য নির্ভর আপনার যেকোন লেখা পৌঁছে দিতে আমাদেরকে ই-মেইল করুন inbox.odhikar@gmail.com
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড