লাইফস্টাইল ডেস্ক
ঋতু যাই হোক না কেন চুলের যত্ন নিতেই হবে। তবে বর্ষার স্যাঁতস্যাতে আবহাওয়ায় চুলের বিশেষ যত্নের প্রয়োজন হয়। জেনে নিন এই সময়ে কেমনভাবে যত্ন নেবেন আপনার চুলের……
১. বর্ষায় চুল শুকাতে দেরী হয়। ফলে চুলের গোড়া দীর্ঘ সময় ভিজে থাকায় আলগা হয়ে যায়, ফলে সহজেই চুল পরে যায়। তাই তাড়াতাড়ি ভিজে চুল শুকনো করুন। প্রয়োজনে অল্প তাপে হেয়ার ড্রায়ার ব্যবহার করুন।
২. বৃষ্টিতে ভেজার পর বাড়িতে এসে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তারপর তা ভালো করে শুকিয়ে তবে বাঁধতে হবে কিংবা শুতে হবে।
৩. শ্যাম্পু করার মিনিট পনেরো আগে নারকেল তেল দিয়ে তালুতে ম্যাসাজ করতে হবে। এতে চুলের ময়েশ্চারাইজার সঠিক থাকে। চুল পড়া রোধ করে এবং চুল কোমল থাকে।
৪. চুল যাতে অহেতুক ছিঁড়ে না যায়, তার জন্য ব্যবহার করতে হবে সঠিক চিরুনি। মোটা দাঁড়ার চিরুনি ব্যবহার করুন।
৫. চুলের ধরন অনুযায়ী শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করুন।
৬. এই সময় ক্ষতিকর কেমিক্যাল দেওয়া রং ব্যবহার থেকে বিরত থাকুন।
৭. এই সময় অনেকের খুসকির সমস্যা দেখা দিতে পারে। সপ্তাহে এক দিন হলুদ ও নিমের পেস্ট চুলে লাগালে সমস্যা সমাধান হবে।
৮. চুলের স্বাস্থ্য বজায় রাখতে ডিম, বাদাম, দুগ্ধজাত খাবার, শস্যদানা এবং প্রচুর পরিমাণে সবুজ শাক-সবজি খেতে হবে। এ ছাড়া তালিকায় রাখতে হবে টাটকা ফল।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড