• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বপ্নবাজ গ্রুপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

  নিজস্ব প্রতিবেদক

১৪ এপ্রিল ২০২৩, ১৪:০৯
স্বপ্নবাজ গ্রুপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
স্বপ্নবাজ গ্রুপ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপনের অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা (ছবি : অধিকার)

‘অর্থের বিনিময়ে কাজ’ এই স্লোগানকে সামনে রেখে ৮ বছর আগে স্বপ্নবাজের যাত্রা শুরু। গত ১০ মার্চ ২০২৩ স্বপ্নবাজ গ্রুপের অষ্টম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান হয়ে গেল প্রতিষ্ঠানটির শ্যামলীর অফিসে।

স্বপ্নবাজ গত ৮ বছরে হাজারো তরুণকে খন্ডকালীন কর্মের ব্যবস্থা করে দিয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীরা স্বপ্নবাজে খন্ডকালীন কাজ করে পড়া লেখা চালিয়ে যায়।

প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন অনুষ্ঠান ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের উপদেষ্টা ড. আলমাসুর রহমান, স্বপ্নবাজ গ্রুপের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজিং ডিরেক্টর মো. সোহেল রানা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানের উপস্থিত সকলে স্বপ্নবাজের সাফল্য কামনা করেন।

স্বপ্নবাজের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এক স্বাগত বক্তব্যে বলেন, অর্থের বিনিময়ে কাজের পাশাপাশি একজন যুবক যেন চাকুরি প্রার্থী থেকে চাকুরি দাতায় পরিণত হয় সেই লক্ষ নিয়ে কাজ করছে স্বপ্নবাজ। আগামী ২০২৫ সালের মধ্যে এক হাজার বেকারের কর্মের ব্যবস্থা করার চ্যালেঞ্জ নিয়ে আগাচ্ছে স্বপ্নবাজ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড