• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি: পিটার হাস

  নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৪, ১৮:১৯
পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দেখা করেছি। আমরা দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি।

আজ (বুধবার) নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হাছান মাহমুদ দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে প্রথম দেখা করেছি। আমরা দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। জলবায়ু পরিবর্তন, ব্যবসার সম্প্রসারণ এবং রোহিঙ্গা সমস্যার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কীভাবে এক সঙ্গে কাজ করা যায় তা আলোচনা করেছি।

পিটার হাস বলেন, আগামী মাসগুলোতে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আমি বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে মুখিয়ে আছি। পারস্পরিক অভিন্ন স্বার্থে নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড