• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভূমিকম্পে আফগানিস্তানে ১৪ জনের মৃত্যু, সংখ্যা বাড়তে পারে

  আন্তর্জাতিক ডেস্ক

০৭ অক্টোবর ২০২৩, ১৮:০৯
ভূমিকম্প

এবার ভূমিকম্পের আঘাত যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে। সে দেশের উত্তর-পশ্চিমের হিরাট প্রদেশ এলাকায় কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে বাড়ি ভেঙে, দেওয়াল চাপা পড়ে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত ৭৮ জন। উদ্ধারকাজ শুরু হলে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আমেরিকার ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, মূল ভূমিকম্পটির উৎসস্থল ছিল হিরাট থেকে ৪০ কিলোমিটার দূরের একটি জায়গায়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শনিবার সকালে মূল ভূমিকম্পের পরেও ছোট ছোট একাধিক কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলেও ধরা পড়েছে যে, মোট পাঁচটি ‘আফটার শক’ বা ভূকম্প পরবর্তী কম্পন হয়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে ‘আফটার শক’গুলির কম্পনমাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫।

স্থানীয় সময় সকাল ১১টায় প্রথম কম্পন অনুভূত হয়। হিরাটের এক বাসিন্দা সংবাদ সংস্থা এএফপি-কে জানান, “আমরা সেই সময় অফিসে ছিলাম। হঠাৎ অফিসের দেওয়ালগুলি দুলতে শুরু করল। দেওয়ালের প্লাস্টার খুলতে শুরু করল। প্রাণের ভয়ে নীচে নেমে আসি।”

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড