• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১  |   ৪০ °সে
  • বেটা ভার্সন
sonargao

পদার্থবিদ্যায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

  আন্তর্জাতিক ডেস্ক

০৩ অক্টোবর ২০২৩, ১৮:১৩
নোবেল

পদার্থবিদ্যায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, ২০২৩ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কারের জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন আমেরিকার পিয়ের অগস্টিনি, হাঙ্গেরির ফেরেঙ্ক ক্রাউৎজ এবং ফ্রান্সের অ্যানে এলহুইলার।

পদার্থবিদ্যায় ২০২৩ সালের নোবেল প্রাপক তিন বিজ্ঞানীরই গবেষণার বিষয় অভিন্ন— ইলেকট্রন গতিবিদ্যা। গবেষণার মাধ্যমে আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন সৃষ্টিতে সফল হয়েছেন তারা। অতি অল্প সময়ের এই স্পন্দনের মাধ্যমে ইলেকট্রনের দ্রুত গতিবিধির ছবি তোলা সম্ভব। রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বিবৃতিতে জানিয়েছে, ‘তিন নোবেলজয়ী তাদের পরীক্ষা-নিরীক্ষায় অণু-পরমাণুর অন্দরে ইলেকট্রনের জগত অন্বেষণের জন্য নতুন হাতিয়ার দিয়েছেন’।

ফরাসি বংশোদ্ভূত অগস্টিন বর্তমানে আমেরিকার ওহায়ো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। অস্ট্রিয়ান বংশোদ্ভূত হাঙ্গেরির নাগরিক ফেরেঙ্ক যুক্ত জার্মানির গবেষণা সংস্থা ‘মিউনিখ সেন্টার ফর অ্যাডভান্সড ফোটোনিক্স’-এর সঙ্গে। অন্যদিকে, অ্যানে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের পরমাণু পদার্থবিদ্যা বিভাগের প্রধান। এ বছর পুরস্কারের মোট অঙ্ক ১০ লক্ষ ডলার (প্রায় আট কোটি ৩২ লক্ষ টাকা) তিন বিজ্ঞানীর মধ্যে ভাগ করে দেবে নোবেল কমিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড