• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ প্রতিনিধিদলের সাথে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ 

  নিজস্ব প্রতিবেদক :

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:২১
সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন

সোভিয়েত ইউনিয়নে পড়ালেখা করা বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ (SAAB) এর প্রতিনিধিদলের সাথে ৮ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০:৩০ মিনিটে বাংলাদেশে অবস্থিত রাশিয়ান দূতাবাসে ঢাকায় সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সৌজন্য সাক্ষাৎ ও দু'ঘন্টাব্যাপী দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে সোভিয়েত অ্যালামনাই এসোসিয়েশন বাংলাদেশ এর প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট অর্থনীতিবিদ দেবব্রত ভট্টাচার্য, মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানসহ বিশিষ্টজনেরা।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এর সাথে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর ট্রেজারার অধ্যাপক ড. জিয়াউল হাসান বলেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় গুরুত্ব পেয়েছে রাশিয়া এবং বাংলাদেশ এর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিশেষ করে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশি শিক্ষার্থীদের রাশিয়ায় শিক্ষাগ্রহণের সুযোগ বৃদ্ধি সম্পর্কে। আলোচনায় মুক্তিযুদ্ধে বাংলাদেশ এর পক্ষে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা এর বিষয় উল্লেখ সহ বাংলাদেশে রাশিয়ার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার সফরের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি জাদুঘর পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন বইয়ে সইও করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় আসেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। একই দিনে সন্ধ্যায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে বসেন। আসিয়ান শীর্ষ সম্মেলন শেষে জাকার্তা থেকে ঢাকায় এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড