আন্তর্জাতিক ডেস্ক
মিয়ানমার থেকে মালয়েশিয়াগামী রোহিঙ্গা শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। এছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (১১ আগস্ট) ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজ প্রতিবেদন প্রকাশের মাধ্যমে তথ্যটি জানিয়েছে।
উদ্ধারকারী দলের বরাতে সংবাদ মাধ্যমটি জানায়, নিহতদের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।
রাখাইন রাজ্যের সিত্তওয়ের শহরের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের পশ্চিম উপকূলে গত রোববার এ দুর্ঘটনা ঘটে। কাঠের নৌকাটি ঝড়ে ভেঙে এ দুর্ঘটনা ঘটে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়।
বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেন, তারা মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিলেন। নৌকায় অর্ধশতাধিক যাত্রী ছিল।
মিয়ানমারে নিপীড়ন ও বাংলাদেশের শরণার্থী শিবির থেকে জীবনে নতুন গতি ফেরাতে বিপদজনক সমুদ্র পাড়ি দিয়ে প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করেন।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড