• বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০  |   ২৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

নির্বাচনি প্রচারণায় দুর্বৃত্তের গুলিতে ইকুয়েডরের প্রেসিডেন্টপ্রার্থী নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

১০ আগস্ট ২০২৩, ১৩:১৪
নির্বাচনি প্রচারণায় দুর্বৃত্তের গুলিতে ইকুয়েডরের প্রেসিডেন্টপ্রার্থী নিহত
সদ্য নিহত ইকুয়েডরের প্রেসিডেন্টপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও (ফাইল ছবি)

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে নির্বাচনি প্রচারণায় গিয়ে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো ভিলাভিসেনসিও। গতকাল বুধবার (৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় দেশটির কুইটো শহরে এ ঘটনা ঘটে। ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো এক্স বার্তায় ফার্নান্দোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি হতে হবে জানিয়েছেন তিনি। ফার্নান্দোর নিহতের খবর নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান জাপাতাও। স্থানীয় মিডিয়াকে তিনি বলেন, কুইটো শহরে নির্বাচনি প্রচারে অংশ নেন ফার্নান্দো। মিছিল শেষ হওয়ার পরপরই তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি মারা যান। ৫৯ বছর বয়সী ফার্নান্দো ছিলেন- ইকুয়েডরের মুভিমিয়েন্তো কনস্ট্রুয়ে দলের নেতা। আগামী ২০ আগস্ট ল্যাটিন আমেরিকার এই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনে অংশ নেওয়া আটজন প্রার্থীর অন্যতম ছিলেন ফার্নান্দো। সূত্র : আল-জাজিরা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড