আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় মিশনে গিয়ে নিহত হলেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর এক কমান্ডার জেনারেল আবোল ফজল আলিজানি। আজ ইরানের সরকারি সংবাদমাধ্যমের তরফে এ খবর জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, সিরিয়ায় উপদেষ্টা হিসেবে কাজ করতে গিয়ে শহিদ হয়েছেন জেনারেল আলিজানি। তবে এই ঘটনায় ইসরায়েলকেই দোষী করছে ইরান।
আমেরিকার কালো তালিকাভুক্ত আইআরজিসি ইরানের জাতীয় সেনাবাহিনীর অংশ। ইরানের সরকারি সংবাদ সংস্থা নিহত ওই জেনারেলকে ‘ডিফেন্ডার অব দ্য স্যাংচুয়ারি’ হিসেবে উল্লেখ করেছ। সাধারণত ইরাক বা সিরিয়া সরকারের আহ্বানে ইরানের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করতে গেলে তাদের এই তকমা দেওয়া হয়ে থাকে। ইরান জানিয়েছে, ইরাক বা সিরিয়ায় তাদের বাহিনী উপদেষ্টা হিসেবে কাজ করতে যায়। সেটাও ওই সব দেশের সরকারের আমন্ত্রণ পেলে তবেই। জেনারেল আলিজানিও সেই ধরনের কাজেই গিয়েছিলেন।
তবে আগেও সিরিয়ার মতো দেশে ইরানের সেনাবাহিনীর কর্তা বা সদস্যদের উপরে হামলার ঘটনা ঘটেছে এবং বহু ক্ষেত্রেই অভিযোগের তির ছিল ইজ়রায়েলের সেনাবাহিনীর দিকে। গত মার্চ মাসে আইআরজিসি জানিয়েছিল, সিরিয়ায় ইজ়রায়েলি হামলায় তাদের দুই সদস্য নিহত হয়েছেন। সেই সময়েই ইজ়রায়েলি বাহিনীকে হুমকির সুরে ইরান জানিয়েছিল, ‘এই অপরাধের মূল্য তাদের চোকাতে হবে’। এর আগে বহু ক্ষেত্রে ইরানের বাহিনীর উপরে হামলার ঘটনায় ইজরায়েলি বাহিনী নিজেদের দায় স্বীকার করলেও জেনারেল আলিজানির মৃত্যু নিয়ে তারা এখনও নীরব।
নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118243, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড