আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি গির্জায় পদদলিত হয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৩১ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও সাতজন।
জানা গেছে, গির্জাটিতে তারা খাবার সংগ্রহের জন্য গিয়েছিলেন। দেশটির পুলিশের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তথ্যটি নিশ্চিত করেছে।
দেশটির রিভার রাজ্যের পুলিশ মুখপাত্র গ্রেস ইরিঞ্জ কোকো বলেছেন, শনিবার (২৮ মে) সকালে শত শত মানুষ গির্জাটিতে খাবার খেতে সমবেত হয়। এ সময় গির্জার একটি গেট ভেঙে গেলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের এই মুখপাত্র আরও বলেন, লোকজন খুব সকালে খাবারের জন্য গির্জাটিতে ভিড় করতে শুরু করে। এ সময় তারা অধৈর্য হয়ে ধাক্কা-ধাক্কি শুরু করে। ঘটনার এক পর্যায়ে পদদলিতের ঘটনা ঘটে। পুলিশি তদন্তের পাশাপাশি ঘটনার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
নাইজেরিয়ার স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, গির্জায় ফ্রিতে খাবার কেনার জন্য শত শত মানুষ ভিড় করে। শুক্রবার (২৭ মে) থেকেই তারা সেখানে লাইনে দাঁড়ায়।
আরও পড়ুন : বৈশ্বিক ভ্রমণ-পর্যটন সূচকে বাংলাদেশের উন্নতি
উল্লেখ্য, নিহত ও আহতদের উদ্ধার করে স্থানীয় একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ওডি/কেএইচআর
সম্পাদক: মো: তাজবীর হোসাইন
সহযোগী সম্পাদক: গোলাম যাকারিয়া
সম্পাদকীয় কার্যালয়
১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।
যোগাযোগ: 02-48118241, +8801907484702
ই-মেইল: inbox.odhikar@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by : অধিকার মিডিয়া লিমিটেড