• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

লিবিয়ায় যুদ্ধবিরতির প্রস্তাবে হাফতারের সম্মতি 

  আন্তর্জাতিক ডেস্ক

১২ জানুয়ারি ২০২০, ১৭:০৫
হাফতার
জেনারেল খলিফা হাফতার (ছবি : আল-জাজিরা)

লিবিয়ায় যুদ্ধবিরতির ব্যাপারে তুরস্ক ও রাশিয়ার যৌথ আহ্বানে সাড়া দিয়েছে বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত বাহিনী। জেনারেল হাফতারের অনুগত লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) মুখপাত্র আহমদ আল-মিসমারির পক্ষ থেকে দেওয়া এক ভিডিও বার্তার ভিত্তিতে ‘আনাদ্যুলো’ এ খবর প্রকাশ করেছে।

রবিবার (১২ জানুয়ারি) প্রকাশ করা ওই ভিডিও বার্তায় বলা হয়েছে, শর্তসাপেক্ষে যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিয়েছে হাফতারের বাহিনী। স্থানীয় সময় শনিবার (১১ জানুয়ারি) রাত ১২টা থেকে এ যুদ্ধবিরতি শুরু হয়।

তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে কোনো গোষ্ঠী হামলা চালালে এর কঠিন জবাব দেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে ওই বার্তায়।

এ দিকে যুদ্ধবিরতির পরিপ্রেক্ষিতে ত্রিপোলির মিটিগা আন্তর্জাতিক বিমানবন্দর ফের চালু করার ঘোষণা দিয়েছে লিবিয়া সরকারের পরিবহন মন্ত্রণালয়। হাফতার বাহিনীর আক্রমণের পরিপ্রেক্ষিতে বিমানবন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

শনিবার (১১ জানুয়ারি) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক টেলিফোন সংলাপের পরপরই যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দিল হাফতার বাহিনী।

আরও পড়ুন- দেড় বছরের পরিকল্পনায় সোলাইমানিকে হত্যা

উল্লেখ্য, গত বছরের এপ্রিল থেকে জেনারেল হাফতারের অনুগত বাহিনী লিবিয়ায় জাতিসংঘ স্বীকৃত সরকারের কাছ থেকে রাজধানী ত্রিপোলির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য যুদ্ধ চালিয়ে আসছে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড