• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আগামী সপ্তাহেই বাণিজ্য চুক্তিতে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-চীন

  আন্তর্জাতিক ডেস্ক

১০ জানুয়ারি ২০২০, ১৩:১৯
বাণিজ্য চুক্তি
(ছবি : প্রতীকী)

বিশ্বের দুই প্রভাবশালী দেশ চীন ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহেই একটি বাণিজ্য চুক্তিতে সই করতে যাচ্ছে। চীনের প্রশাসনিক উপপ্রধান এবং দেশটির বাণিজ্য আলোচনা সম্পর্কিত দলের প্রধান লিও হ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে লিও হ্যায় বলেন, আগামী সপ্তাহেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে। ইতোমধ্যে চুক্তি সইয়ের একটি তারিখও নির্ধারণ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাও ফেং জানিয়েছেন, জানুয়ারির ১৩ থেকে ১৫ তারিখ ওয়াশিংটন সফর করবেন লিও হ্যায়। সফরের শেষ দিনে অর্থাৎ ১৫ জানুয়ারি তিনি চীনের পক্ষে ওই বাণিজ্য চুক্তিতে সই করবেন।

এছাড়া দুই পক্ষের বাণিজ্য আলোচনা বিষয়ক দলের সদস্যদের মধ্যে যোগাযোগ অব্যাহত আছে এবং চুক্তি স্বাক্ষরের সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন গাও ফেং।

আরও পড়ুন- খর্ব হলো ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, চীনের সঙ্গে প্রথম দফা বাণিজ্য চুক্তি জানুয়ারির ১৫ তারিখে হোয়াইট হাউজে স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চীনের উচ্চপদস্থ প্রতিনিধিদের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড