• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বনির্ভর হতে রাজ পরিবার ছাড়ছেন হ্যারি-মেগান

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৬:৩৯
হ্যারি ও মার্কেল
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল(ছবি : বিবিসি)

ব্রিটিশ রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল। আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। খবর ‘বিবিসি’।

বুধবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে হ্যারি ও মেগান জানিয়েছেন, আগামী দিনগুলোতে তারা বছরের কিছুটা সময় যুক্তরাজ্যে এবং অবশিষ্ট সময়টা উত্তর আমেরিকায় কাটানোর পরিকল্পনা করেছেন।

এ বিষয়ে তারা বলেন, ‘আমরা রাজ পরিবারের ‘জ্যেষ্ঠ’ সদস্যের দায়িত্ব থেকে সরে আসতে চাইছি। আমরা আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার জন্য কাজ করতে চাই। তবে মহামান্য রানির প্রতি আমাদের সবসময় পূর্ণ সহযোগিতা থাকবে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হ্যারি ও মেগান রানি কিংবা প্রিন্স চার্লস কারও সঙ্গেই কোনো ধরনের আলোচনা করেননি। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন রাজ পরিবারের সদস্যরা।

গত অক্টোবরে এক সাক্ষাৎকারে হ্যারি ও মেগান বলেছিলেন, রাজ পরিবারের সদস্য হিসেবে সারাক্ষণ গণমাধ্যমের নজরে থাকতে হয়। এ কারণে ব্যক্তিগত জীবন বেশ কঠিন হয়ে ওঠে।

আরও পড়ুন- ইরানি হামলায় লন্ডভন্ড মার্কিনিদের রাডার ব্যবস্থা

এ ধরনের মন্তব্যের মাত্র তিন মাসের মাথায় রাজ পরিবার ছাড়ার ঘোষণা দিলেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড