• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

মার্কিনিদের কোথাও শান্তি দেবে না মুসলিমরা : ইরান

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৬:২৯
যুক্তরাষ্ট্র-ইরান
মার্কিন সেনা সদস্যরা, (ছবি : সংগৃহীত)

মুসলিমরা মার্কিনিদের কোথাও শান্তিতে থাকতে দেবে না বলে মন্তব্য করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার জেনারেল হোসেইন সালামি। কাসেম সোলাইমানির দাফনে অংশ নেওয়া জনগণের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন তিনি।

ইসরায়েলি সংবাদমাধ্যম আরুতজ শেভা জানায়, মার্কিনিদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আইআরজিসি কমান্ডার হোসেইন সালামি। তিনি বলেন, প্রতিশোধ চলবে। এমন প্রতিশোধ নেওয়া হবে যে, যুক্তরাষ্ট্র তাদের অপরাধের জন্য অনুশোচনা করবে।

জেনারেল হোসেইন সালামি বলেন, মার্কিনিদের কোথাও শান্তি দেবে না মুসলিমরা। মার্কিনিদের জন্য কোনো নিরাপদ জায়গা রাখা হবে না। শত্রুরা আর কোনো ধরনের পদক্ষেপ নিলে তাদের প্রিয় সব জায়গাতে আগুন লাগিয়ে দেওয়া হবে। এ সময় উপস্থিত জনতা ‘ইসরায়েলের মৃত্যু হবে’ বলে চিৎকার করে উঠে।

আরও পড়ুন : সুর পাল্টালেন ট্রাম্প, দিলেন শান্তির প্রস্তাব

প্রসঙ্গত, ৩ জানুয়ারি (শুক্রবার) ভোররাতে ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি। তিনি ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এলিট শাখা কুদস ফোর্সের প্রধান ছিলেন।

সোলাইমানি নিহত হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সর্বোচ্চ উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রকে পাল্টা হামলার হুমকি দিয়ে আসছিল ইরান। অবশেষে বুধবার ভোররাতে সেই হামলা চালায় তারা। এরপর ধারণা করা হচ্ছিল, ইরানের বিরুদ্ধে কঠিন কোনো পদক্ষেপই হয়তো নেবেন ট্রাম্প। কিন্তু বাস্তবে তা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে আলোচনার প্রস্তাব দিয়েছেন।

ওডি/ডিএইচ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড