• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানের সঙ্গে শর্তহীন আলোচনায় প্রস্তুত যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ১৬:১৭
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : দ্য পলিটিকো)

ইরানের প্রতিশোধের আঘাতে এবার কোনো শর্ত ছাড়াই শান্তি আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র। বুধবার (৮ জানুয়ারি) জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন বিষয়টি নিশ্চিত করে। খবর ‘বিবিসি নিউজের’।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট বলেছেন, ইরানের কারণেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই চলমান উত্তেজনা হ্রাস করতে যুক্তরাষ্ট্র আলোচনা করতে প্রস্তুত।

নিজেদের চিঠিতে কাসেম সোলাইমানিকে হত্যার কারণ হিসেবে মার্কিনিদের রক্ষা করার জন্যই এ কাজ বলে দাবি করা হয়।

যদিও জাতিসংঘ সনদের ৫১ ধারা উল্লেখ করে ইরানও চিঠির মাধ্যমেই মার্কিন ঘাঁটিতে হামলার যৌক্তিকতা তুলে ধরেছে।

জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মাজিদ তখত রাভানচি বলেছিলেন, ইরান কোনো যুদ্ধ কিংবা উত্তেজনা বাড়াতে চায় না। হামলাটি কেবল নিজেদের স্বার্থ রক্ষায় করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, জাতিসংঘ সনদের ৫১ ধারাকে সবসময় বিশেষভাবে মূল্যায়ন করা হয়। এই ধারায় বলা আছে, কোনো রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।

আরও পড়ুন :- আহত মার্কিন সেনাদের চিকিৎসা দিচ্ছে ইসরায়েল

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড