• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

পরমাণু যুদ্ধের ক্ষমতা নেই ইরানের : ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

০৯ জানুয়ারি ২০২০, ০৯:৩০
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : দ্য পলিটিকো)

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু যুদ্ধ করার কোনো ক্ষমতা নেই বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তেহরানের বিরুদ্ধে একত্রিত হতে এশিয়ার পরাশক্তি চীন, রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানায়, ইরাকের মার্কিন বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্ব ও তার নীতি নিয়ে প্রশ্ন উঠে। এর পরপরই বুধবার (৮ জানুয়ারি) জাতীয় উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প দাবিটি করেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্রের মালিক হতে দেওয়া হবে না। যুক্তরাষ্ট্রের জনগণ অত্যন্ত কৃতজ্ঞ ও আশ্বস্ত হবেন এটা জেনে যে, বুধবার ভোরের ক্ষেপণাস্ত্র হামলায় আমাদের কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহত হয়নি। মার্কিন সেনারা সম্পূর্ণ নিরাপদে আছেন। আমাদের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার কারণেই হামলাটি প্রতিহত করা গেছে।

এ দিকে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যা থেকে বুধবার ভোর রাত পর্যন্ত পশ্চিম ইরাকের আল-আনবার প্রদেশের আল-আসাদ মার্কিন বিমান ঘাঁটিতে এবং পরবর্তীকালে দেশটির মধ্যাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকা ইরবিলের মার্কিন বিমান ঘাঁটিতে ২২টি শক্তিশালী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ৮০ সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি করে তেহরান।

আরও পড়ুন :- যুক্তরাষ্ট্রকে রুখতে যা আছে ইরানের অস্ত্রাগারে

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড