• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিক্ষোভের মুখে মোদীর আসাম সফর বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৭:৪৯
মোদী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি : এনডিটিভি)

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে ভারতে প্রায় এক মাস ধরেই বিক্ষোভ চলছে। তীব্র বিক্ষোভের মুখে পূর্ব নির্ধারিত আসাম সফর বাতিল করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খবর ‘টাইমস অব ইন্ডিয়া’।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-২০২০’ এর উদ্বোধন করতে শুক্রবার (১০ জানুয়ারি) আসামের গুয়াহাটিতে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। কিন্তু নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী বিক্ষোভের কারণে তৈরি হওয়া অস্থিতিশীল পরিস্থিতিতে মোদী তার আসাম সফর বাতিল করেছেন।

স্থানীয় সময় বুধবার (৮ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

জানা গেছে, আসামের বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পরামর্শেই মোদীর দপ্তরের পক্ষ থেকে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসামের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর দপ্তরকে জানানো হয়েছে, নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলনে আসাম এখন উত্তাল। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর আসাম সফর ঝুঁকিপূর্ণ হবে।

আরও পড়ুন- যুদ্ধের ভার বহনের ক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই : পেলোসি

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ভারতের লোকসভায় বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। বিলটি উত্থাপন করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১১ ডিসেম্বর) রাজ্যসভায় পাস হয় বিলটি। এরপর ১২ ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি বিতর্কিত এই বিলে সই করেন। ফলে বিলটি আইনে পরিণত হয়। আইনটি পাস হওয়ার পর এ নিয়ে দ্বিতীয়বার আসাম সফর বাতিল করলেন মোদী।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড