• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

কুয়েতে সাড়ে ৩ হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৩:৪১
প্যারাট্রুপার
মার্কিন প্যারাট্রুপার (ছবি : সিএনএন)

সোলাইমানি হত্যার জেরে শোকে-ক্ষোভে ফুঁসে উঠেছে ইরানের জনগণ। মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। যে কোনো মুহূর্তেই যুদ্ধে জড়াতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে কুয়েতে প্রায় সাড়ে তিন হাজার প্যারাট্রুপার পাঠাচ্ছে মার্কিন প্রশাসন।

মার্কিন প্রশাসন মঙ্গলবার (৭ জানুয়ারি) এক বিবৃতিতে কুয়েতে প্রায় সাড়ে তিন হাজার প্যারাট্রুপার পাঠানোর বিষয়টি জানিয়েছে। খবর ‘রয়টার্স’।

এ বিষয়ে ‘রয়টার্সে’ প্রকাশিত এক খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই কুয়েতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই এ ব্যাপারে জোর প্রস্তুতি শুরু করেছে তারা।

এ দিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর ৮২তম এয়ারবোর্ন ডিভিশনকে কুয়েতে দ্রুত সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি চলছে।

আরও পড়ুন- ট্রাম্পের লাগাম টানতেই জবাব দেওয়া জরুরি : ইরান

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড