• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

পারস্য উপসাগরে বিমান চলাচল বন্ধ করল যুক্তরাষ্ট্র

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৩:০৯
বিমান
পারস্য উপসাগরে বিমান (ছবি : প্রতীকী)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর পরপরই পারস্য উপসাগরীয় অঞ্চলে বেসামরিক বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) এক বিবৃতিতে জানায়, ইরাকের পশ্চিমাঞ্চলের আনবার প্রদেশের আল-আসাদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পারস্য উপসাগরে সকল বেসামরিক বিমান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, বুধবার (৮ জানুয়ারি) ভোরে মার্কিন ঘাঁটিগুলোতে টানা দ্বিতীয় ধাপে হামলা শুরু করে তেহরান। প্রথম হামলা চালানোর মাত্র এক ঘণ্টার মধ্যেই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দ্বিতীয় দফায় আক্রমণ করতে থাকে।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, এবারের হামলায় এখন পর্যন্ত এক ডজনের অধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার কঠোর প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়।

পেন্টাগনের মতে, ইরাকে মার্কিন সেনা ও মিত্র বাহিনীর ওপর এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার প্রাথমিক ক্ষয়ক্ষতি ও হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে।

আরও পড়ুন :- ইরানকে রুখতে ভারত মহাসাগরে বোমারু বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন নিহত হন।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড