• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

ট্রাম্পের লাগাম টানতেই জবাব দেওয়া জরুরি : ইরান 

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ১৩:০৭
দেহকান
জেনারেল হোসেইন দেহকান (ছবি : পার্সটুডে)

জেনারেল সোলাইমানি হত্যার জবাব না দিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোটা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠবেন বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে ইরানের একটি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। খবর ‘মিডল ইস্ট মনিটর’।

সাক্ষাৎকারে জেনারেল দেহকান বলেন, ট্রাম্পের নির্দেশে যেভাবে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়েছে সেটা একধরনের যুদ্ধাপরাধ। কারণ সোলাইমানি তখন ইরাক সফরে ছিলেন। মার্কিনিরা কাপুরুষের মতো তার ওপর হামলা চালিয়েছে।

এরপর তিনি যোগ করেন, এই হামলার নির্দেশ দিয়ে ট্রাম্প ভুল করেছেন। ইরান অবশ্যই এর জবাব দেবে। অনেকেই শান্তিপূর্ণ সমাধানের কথা বলছেন। কিন্তু ইরানিরা প্রতিশোধ ছাড়া আর কিছুই ভাবছে না। তাছাড়া এর জবাব না দিলে ট্রাম্প আরও বিপজ্জনক হয়ে উঠবেন। তার লাগাম টানতেই সোলাইমানি হত্যার জবাব দেওয়া জরুরি।

জেনারেল দেহকান আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি একজন পুরোদস্তুর ইহুদিবাদী। আর তার সমস্ত তৎপরতা ইসরায়েলকে খুশি করার লক্ষ্যেই পরিচালিত হয়।

আরও পড়ুন- এবার ট্রাম্পের বাসভবনে হামলার হুমকি ইরানের

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) ইরাকের বাগদাদে মার্কিনিদের হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন।

ওডি/এসসা

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড