• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইরানি হামলার প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

০৮ জানুয়ারি ২০২০, ০৯:৪৯
প্রেসিডেন্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ছবি : দ্য পলিটিকো)

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র ইরাকের সেনা ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে তেমন কিছুই ঘটেনি বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৮ জানুয়ারি) এক টুইট বার্তায় তিনি বলেছেন, এখনো সবকিছু ঠিকই আছে! পৃথিবীর অনেক দেশেই আমাদের শক্তিশালী সেনাবাহিনী ও সুসজ্জিত বহর রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ইরান থেকে ইরাকের দুটি মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির হিসাব করা হচ্ছে। এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক রয়েছে। আগামীকাল আমি বিষয়টি নিয়ে বিবৃতি দেব।

বিশ্লেষকদের মতে, তেহরান-ওয়াশিংটন মধ্যকার চলমান উত্তেজনার মধ্যে ডোনাল্ড ট্রাম্পের এমন টুইট যুক্তরাষ্ট্রকে যুদ্ধের প্রতি সমর্থন করাকেই বোঝায়।

উল্লেখ্য, বুধবার (৮ জানুয়ারি) ভোরে ইরাকের পৃথক মার্কিন সামরিক ঘাঁটিতে বেশ কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। যদিও বিষয়টিকে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার প্রতিশোধ হিসেবেই দেখছে তেহরান।

আরও পড়ুন :- ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা (ভিডিও)

এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

ওডি/কেএইচআর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: inbox.odhikar@gmail.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড